XSplit Broadcuster Software Free Download-ফেসবুকে Live Cricket, Natok, Movi ইত্যাদি Live করুন আপনার PC থেকে

Live Cricket Facebook by TechJan.Com
আসসালামুয়ালাইকুম!!
সবাই কেমন আছেন, আশা করি ভাল আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আমার এই পোস্টটা আগে অন্য জায়গায়ও দিয়েছিলাম। তখন আমার এই ব্লগটি ছিলো না। এটা আমার সম্পুন নতুন একটি ব্লগ। তাই এখানে আমার করা কিছু পোস্ট আবারো দিচ্ছি। যাইহোক এই পোস্টটি করা হল যে বিষয় নিয়ে সেটি নিয়েই আলোচনা করি।

আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি ফেসবুকে আপনার যেকোনো ভিডিও বা লাইভ ক্রিকেট ইত্যাদি লাইক করবেন একদম সহজে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।

প্রথমে Click Here To Download সফটওয়্যারটি ডাউনলোড করে নিন, কিভাবে সফটওয়্যার টি Active করবেন সেটাও দেখাচ্ছি।
ডাউনলোড করার পর ফাইলটিকে Extract করুন।
তারপর ওপেন করুন ফোল্ডারটি। এবং ইন্সটল করুন।
ইন্সটল করার পর Xsplit Broadcuster নামের ডেক্সটপ  আইকনটিতে মাউসের Right Button ক্লিক করুন। এবং Open File Location এ ক্লিক করুন।
অথবা এই লোকেশনে প্রবেশ করুন Local Disk(c:)/Program file/SplitmediaLabs/Xsplit Broadcuster.

তারপর যে ফোল্ডারটি Extract করেছিলেন সেটায় আবার প্রবেশ করুন।
দেখবেন Crack নামের একটা ফোল্ডার রয়েছে। সেটা ওপেন করুন।

এর মধ্য থেকে  ক্র্যাক ফাইলটি Copy করুন।

তারপর এই জায়গায় Paste করুন। এবং Replace করে দিন। বেস কাজ শেষ।

কিভাবে ব্যবহার করবেন সফটওয়্যারটি

প্রথমে সফটওয়্যারটি ওপেন করুন।
তারপর সফটওয়্যারটির মধ্য একটি নতুন একাউন্ড খুলুন বা খোলা থাকলে লগিন করেন নিন। (একটা কথা বলা যাক ভুলেও সফটওয়্যারটি আপডেট চাইলে Yes দিবেন না)
লগিন করার পর আপাদত সফটওয়্যারটিকে Minimize করে রাখুন।
তারপর আপনার যে পেজে লাইভ করবেন সেটায় প্রবেশ করুন এবং Videos ক্লিক করুন।

তারপর Video Libary তে ক্লিক করুন।
তারপর Live ক্লিক করুন।
এই দুইটা বক্সের লিঙ্কগুলো কে কপি করুন।
তারপর সফটওয়্যারটিকে ওপেন করুন এবং ক্লিক করুন Broadcust>Add Channel..>Custom RTMP.
প্রথম বক্সে লেখুন Facebook Live. ৩ নাম্বার বক্সে কপি করা প্রথম লিঙ্কটি বসান এবন ৪ নাম্বার বক্সে দ্বিতীয় লিঙ্কটি বসান Screenshot এর মত করে। তারপর Ok দিন।

এখন লাইভ খেলা বা নাটকের ইউটিউব ভিডিও বা যে কোন সাইটে প্রবেশ করুন। যেটা আপনি লাইভ দিতে চান।
আমি ক্রিকেট লাইভ করব তাই এখানে প্রবেশ করলাম।
তারপর সফটওয়্যারটি ওপেন করেন এবং বাম পাশের নিচে কর্নারে Add> Screen Capture.. লিখায় ক্লিক করুন ।
তারপর যে অংশ দেখাতে চান ততটুকুন ড্রাগ করুন।
দেখবেন সফটওয়্যারটির স্ক্রীন শো করছে।
তারপর Broadcust> Facebook Live ক্লিক করুন ।
তারপর ফেসবুকের Live Window টা ওপেন করুন। এবং Next বাটনে ক্লিক করুন।

তারপর Go Live বাটনে ক্লিক করুন। বেস কাজ শেষ।
আর আপনি যদি চান আপনার চ্যানেল আইকন ও সেট করতে পারেন বা চলন্ত লেখা দিতে পারেন টিভির মত করে ।
সে জন্য Add এর মধ্য ভিবিন্ন অপশন রয়েছে। সেগুলো একবার একটা দিয়ে ট্রাই করতে পারেন।
আমি আমার চ্যানেল এর আইকন এই চবিটা দিবো তাই এটা সিলেক্ট করলাম।
চাইলে এদিক ওদিক ড্রগ করে বসাতে পারেন।

আপনার লাইভ হচ্ছে কিনা দেখতে চান? আপনার ফেসবুক ফেজ ওপেন করে দেখুন মজা।

তাহলে আজকের মত আসি ভাল থাকবেন সবাই। আমার জন্য দোয়া করবেন যেন আরো ভালোকিছু আপনাদের দিতে পারি।
কোন সমস্যা হছে কমেন্ট করুন। আর আমাকে ফেসবুকে বন্দু বানাতে পারেন আমার ফেসবুক আইডি 
https://wpmethods.com

SHARE THIS

Author:

Hi I am a web developer and wordpress expert. I have good experince of website.

Previous Post
First